হত্যাচেষ্টা অভিযোগে মিরপুর-পল্লবীর সরকারদলীয় এমপি ইলিয়াস উদ্দিন মোল্লাসহ ১২ জনের বিরুদ্ধে করা মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. লুত্ফর রহমান শিশির এ আদেশ দেন। গতকাল রাজধানীর রূপনগর থানার দুয়ারাপাড়ার বাসিন্দা মাহেলা বেগম এ মামলা করেন। পরে বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগ রূপনগর থানাকে তদন্ত করে আগামী ১৬ জুলাই প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মামলার অন্য আসামিরা হলেন— আ. লতিফ, গফুর, সিরাজ, আবুল হোসেন, দুলাল মোল্লা, লুত্ফর রহামান, সহিদুল্লাহ, নায়েব আলী, রাজন, কামরুল ও জিহাদ।
মামলায় অভিযোগ করা হয়, গত ২৬ জুন সকাল ১০টার পরে আসামিরা পরস্পর যোগসাজশে লোহার রড, ছোরা, চাপাতিসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনিভাবে বাদীর ভাইয়ের বাড়িতে প্রবেশ করে মারধর শুরু করে এবং রক্তাক্ত জখম করে। পরে দুই নম্বর সাক্ষীর অফিস কক্ষে ঢুকে আসমিরা দেয়ালে টানানো জাতির জনক বঙ্গবন্ধু ও বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মোল্লার ছবি ভাঙচুর করে। এছাড়া ঘরের অন্য জিনিসপত্র ভাঙচুর করে দুই লাখ টাকা ও সোনার চেইন, হাতের বালা নিয়ে যায়।