মঙ্গলবার, ৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা
বিদ্যুৎ বিভাগের নির্দেশনা

২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এসি ব্যবহার

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সব সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরের তাপমাত্রায় ব্যবহারের নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ বিভাগ। ইতিমধ্যেই এজন্য বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ আলাউদ্দিন স্বাক্ষরিত এক চিঠি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোয় পাঠানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে : কেবল অধিক জনসমাগম হলেই ২৪ ডিগ্রি সেলসিয়াসে এসি ব্যবহার করা যাবে। বিদ্যুৎ বিভাগ থেকে জানানো হয়, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র খুব কম তাপমাত্রায় ব্যবহার করে ব্যবহারকারীরা বিদ্যুতের অপচয় করছেন। এমনকি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা কক্ষে না থাকলেও এসি ছেড়ে রাখছেন। এর আগেও এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। কিন্তু তা মানা হচ্ছে না। ফলে বিদ্যুতের ঘাটতি থেকেই যাচ্ছে। এজন্য বিদ্যুতের অপচয় রোধে এসি ব্যবহারের বিষয়ে নতুন করে আবারও নির্দেশনা জারি করেছে বিদ্যুৎ বিভাগ।

সর্বশেষ খবর