মঙ্গলবার, ৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

বারডেমে ‘বিশেষজ্ঞ চেম্বার কমপ্লেক্সের’ উদ্বোধন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

বারডেম জেনারেল হাসপাতালে আগত রোগীদের জন্য সাশ্রয়ী ও মানসম্মত সেবা নিশ্চিত করতে একটি ‘বিশেষজ্ঞ চেম্বার কমপ্লেক্স’ নির্মাণ করা হয়েছে। হাসপাতালের দ্বিতীয় তলায় প্রায় ছয় হাজার বর্গফুট দীর্ঘ এই কমপ্লেক্স নির্মাণ করা হয়। গতকাল দুপুরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক উপাচার্য ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির কোষাধ্যক্ষ অধ্যাপক এম এইচ খান। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান, মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, যুগ্ম-মহাসচিব অধ্যাপক রশিদ-ই-মাহবুব, যুগ্ম-কোষাধ্যক্ষ মো. শহিদুল হাসান, চিফ কো-অর্ডিনেটর ড. মোহাম্মদ আবদুল মজিদ, এফিলিয়েটেড অ্যাসোসিয়েশন এফেয়ার্সের অ্যাডভাইজার ডা. ওয়াজেদুল ইসলাম খান, বারডেমের মহাপরিচালক অধ্যাপক নাজমুন নাহার, পরিচালক (প্রশাসন) ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল হক মল্লিক প্রমুখ।

এর ফলে সকালের শিফ্ট ছাড়াও প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত রোগীরা বিশেষজ্ঞদের কাছ থেকে চিকিৎসা নিতে পারবেন। এখানে ডায়াবেটিস, হরমোন, গ্যাস্ট্রোএন্টারোলজি, অর্থোপেডিক্স, ইউরোলজি, মেডিসিন, সার্জারি, হৃদরোগ, কিডনি রোগ, চক্ষু, চর্ম, নাক-কান-গলা ও মনোরোগের চিকিৎসা দেওয়া হবে। রোগীদের পরীক্ষা-নিরীক্ষার জন্য ৩য় তলায় রয়েছে আন্তর্জাতিক মানসম্পন্ন প্যাথলজিক্যাল ল্যাবরেটরি ও নিচ তলায় রয়েছে অত্যাধুনিক ও সর্বশেষ প্রযুক্তির যন্ত্রপাতি সংবলিত রেডিওলজি ও ইমেজিং বিভাগ।

সর্বশেষ খবর