বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা

তেল গ্যাস নেতাদের ওপর হামলার ঘটনায় মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

কবি আরিফ বুলবুলসহ নারায়ণগঞ্জের জেলা তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির ৪ সদস্যর ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। গতকাল দুপুরে সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বি বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি দায়ের করেছেন। বাদী এ মামলায় কারও নাম উল্লেখ না করলেও ‘দুর্বৃত্তদের পুনরায় দেখলে হামলার শিকার সংগঠনের নেতারা চিনতে পারবেন’ বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। ভিডিও ফুটেজ দেখে দুর্বৃত্তদের গ্রেফতারে চেষ্টা করা হবে। এজাহারে হামলার ঘটনার বরাত দিয়ে বাদী রফিউর রাব্বি  জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অতর্কিতে ১০/১২ জনের একটি সন্ত্রাসী যুবক দল হাতে লাঠি, লোহার মোটা এঙ্গেল ও অন্যান্য দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সমাবেশকারীদের হামলা চালায়। এ সময় তারা অমল আকাশ (৪১), শাহীন মাহমুদ (৪০), আহমেদ বাবলু (৪০), আরিফ বুলবুলকে (৪৬) এলোপাতাড়ি মারধর করে। এক পর্যায়ে লোহার মোটা এঙ্গেল দিয়ে কবি আরিফ বুলবুলের মাথায় আঘাত করলে তিনি অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে শহীদ মিনারে থাকা লোকজন এগিয়ে এলে সন্ত্রাসী যুবকরা পালিয়ে যায়। হামলায় গুরুতর আহত কবি আরিফ বুলবুলের মাথার সিটি স্ক্যান ও অন্যান্য পরীক্ষা করিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি মৃত্যুর সঙ্গে লড়ছেন। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান মিয়া জানান, এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। হামলার সঙ্গে জড়িত কাউকে চিহ্নিত করা যায়নি। শহীদ মিনারের আশপাশে সিসি ক্যামেরা রয়েছে। ভিডিও ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চালানো হবে।

সর্বশেষ খবর