বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ফেনীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

ফেনী প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদরের লেমুয়া এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ফয়সাল নামে এক ডাকাত নিহত হয়েছে। এতে নুর হোসেন সেলিম নামে অপর এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার রাত আড়াইটায় এ ঘটনা ঘটে। নিহত ফয়সালের বাড়ি সোনাগাজী উপজেলায়। র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়ায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ৫ ডাকাত। এ  খবর পেয়ে র‌্যাব ওই স্থানে গেলে দেখতে পায় ডাকাত দল একটি মাইক্রোবাসের চালক ও যাত্রীদের জিম্মি করে ডাকাতি করছে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা র‌্যাবকে লক্ষ্য করে অতর্কিতে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে দুজন গুলিবিদ্ধ হয় এবং তিনজন পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন। নুর হোসেন সেলিম নামের অপর ডাকাত গুরুতর অবস্থায় চিকিৎসাধীন। ঘটনাস্থল থেকে র‌্যাব দুইটি ওয়ান শ্যুটার গান, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। তিনি জানান, এ ব্যাপারে  ফেনী মডেল থানায় মামলা দায়ের করে আহত আসামিকে পুলিশে হস্তান্তর করা হবে। নিহত ফয়সালের বিরুদ্ধে একাধিক ডাকাতির ঘটনার অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ খবর