বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা

চিকুনগুনিয়া নিয়ে ডিএসসিসির সভা

নিজস্ব প্রতিবেদক

চিকুনগুনিয়া এবং এডিস মশা নিয়ন্ত্রণে ১৯টি বেসরকারি সংস্থার (এনজিও) সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ডিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলালের সভাপতিত্বে গতকাল নগর ভবনে এ সভার আয়োজন করা হয়। সভায় বলা হয়, নির্মাণাধীন ভবনের চৌবাচ্চা, পরিত্যক্ত ভবন, গাছের কোটরে, এসি, ফ্রিজ, ফুলের টব, টায়ার, খালি ক্যান, ডাবের খোসায় জমে থাকা পানিতে এ মশা জন্মায়। তাই এগুলো অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার এবং সচেতনমূলক কার্যক্রম জোরদার করার আহ্বান জানানো হয়। চিকুনগুনিয়া প্রতিরোধ করতে ডিএসসিসির আওতাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মতবিনিময় সভার আয়োজন করা হচ্ছে। এর পাশাপাশি সিটি করপোরেশনের ৫টি অঞ্চলের আওতায় মশা নিধনে ছিটানো হচ্ছে ওষুধ।

সর্বশেষ খবর