সোমবার, ২৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

বিজেএমসির লোকসান কমেছে ১৭৫ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

গত অর্থবছরে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) লোকসান কমেছে ১৭৫ কোটি টাকা। ২০১৬-১৭ অর্থবছরে লোকসান হয়েছে ৪৮১ কোটি ৯০ লাখ টাকা। ২০১৫-১৬ অর্থবছরে সংস্থাটির লোকসান ছিল ৬৫৬ কোটি ৮১ লাখ টাকা। এ হিসাবে এক বছরের ব্যবধানে বিজেএমসির লোকসান কমেছে ১৭৪ কোটি ৯১ লাখ টাকা। বিজেএমসির মিলসমূহের ২০১৬-১৭ অর্থবছরের কর্মসম্পাদন মূল্যায়ন সভায় এ তথ্য প্রকাশ করা হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজেএমসিকে আত্মনির্ভরশীল সরকারি ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মৌসুমের শুরুতেই পাটের ন্যায্যমূল্য নির্ধারণ, পাট ক্রয়-বিক্রয় সহজীকরণ ও এসএমএসভিত্তিক পাট ক্রয়-বিক্রয় ব্যবস্থাকরণ, কাঁচা পাট ও বহুমুখী পাটজাত পণ্যের উৎপাদন বৃদ্ধিকরণ, পাটজাত পণ্য রপ্তানি ও অভ্যন্তরীণ ব্যবহার বৃদ্ধিকরণসহ নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর