সোমবার, ২৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা
কর্মশালায় অভিমত

২০২১ সাল নাগাদ বিশ্বে ৬ লাখ কোটি ডলার হ্যাকিংয়ের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক

সারা বিশ্বে প্রতি ৩৯ সেকেন্ডে কোনো না কোনো আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলা চালাচ্ছে হ্যাকাররা। ২০২১ নাগাদ বিশ্বে ৬ লাখ কোটি ডলার হ্যাকিংয়ের আশঙ্কা রয়েছে। এই আশঙ্কার মধ্যে বাংলাদেশও রয়েছে। দেশের ব্যাংকিং পদ্ধতি এখনো চরম সাইবার ঝুঁকির মধ্যে আছে। দেশের ২৬ শতাংশ সরকারি-বেসরকারি বাণিজ্যিক ব্যাংক কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করে না। দেশের বিভিন্ন ব্যাংকের পাঁচ হাজারের বেশি শাখায় সাইবার নিরাপত্তা বিষয়ে কোনো ধরনের ট্রেনিং বা সচেতনতামূলক বার্তা পৌঁছায় না। দেশব্যাপী ব্যাংকের শাখা যত বাড়ছে সাইবার ঝুঁকি তত বাড়ছে।

গতকাল রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) অডিটোরিয়ামে ‘ব্যাংকের তথ্য নিরাপত্তা ঝুঁকি প্রস্তুতি’ শীর্ষক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। এতে একটি গবেষণা প্রতিবেদন তুলে ধরা হয়।

সেমিনারে প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবীর বলেন, সাইবার নিরাপত্তা বিশ্বব্যাপী উদ্বিগ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশে ব্যাংকিং খাতে সাইবার হামলার মারাত্মক ঝুঁকি রয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে বাংলাদেশ ব্যাংক প্রধান আইটি কর্মকর্তা নিয়োগ দিয়েছে।

সর্বশেষ খবর