শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা
বাংলাদেশি তরুণী নির্যাতন

ভারতে সাজা দুই পাচারকারীর

কলকাতা প্রতিনিধি

 

ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ থেকে নির্যাতি এক তরুণীর সাক্ষ্যদানের পরই দুই মানব পাচারকারীকে সাজা দিল ভারতের একটি আদালত। গতকাল বুধবার মুম্বাইয়ের সেশন জাজ কোর্ট দুই পাচারকারীকে ১০ বছরের কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ১০ রুপি জরিমানাও করেছে। দোষী সাব্যস্ত দুই ব্যক্তি হলেন সুজয় মণ্ডল (৩৮) এবং মমতা দাস (৩৬)।

২০১৩ সালের ডিসেম্বরে ওই তরুণীর এক প্রতিবেশী তাকে ভারতে কাজের প্রলোভন দেখিয়ে নিয়ে আসে। পরবর্তীতে মুম্বাইয়ের গ্র্যান্ট রোড এলাকায় অবস্থিত জামনা ম্যানসনে মমতা দাস নামে এক নারীর কাছে বিক্রি করে দেওয়া হয় ওই বাংলাদেশি তরুণীকে।

এরপর ২০১৪ সালে ওই তরুণীকে উদ্ধার করে ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন (আইজেএম) নামে মুম্বাইয়ের একটি এনজিও। আইজেএম’এর অভিযোগের ভিত্তিতেই ওই ঘটনায় ২০১৪ সালের ৩১ জানুয়ারি সুজয় মণ্ডল ও মমতা দাসকে আটক করে ডিবি মার্গ পুলিশ। যদিও এরই মধ্যে প্রয়োজনীয় নথি সংগ্রহ করে ওই তরুণীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

সর্বশেষ খবর