রবিবার, ৩০ জুলাই, ২০১৭ ০০:০০ টা

প্রতিটি শিক্ষার্থীর বঙ্গবন্ধুর আত্মজীবনী জানা প্রয়োজন

অ্যাটর্নি জেনারেল

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের দলিলপত্র, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীসহ বিভিন্ন গুণী লেখকের বই উপহার দেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গতকাল সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, বঙ্গবন্ধু, বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানার জন্য উপজেলার হাড়িদিয়া, পয়সা, খিদিরপাড়া ও কলমা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ বইগুলো তুলে দেন। এ ছাড়া কলমা ইউনিয়নের ছাবড়াবাড়ী মাদ্রাসায় নতুন ভবন নির্মাণের জন্য ২ লাখ টাকা অনুদান প্রদান করেন। অ্যাটর্নি জেনারেল শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেশকে যত জানবে, ততই দেশের প্রতি ভালোবাসা জন্মাবে। আর এজন্য প্রয়োজন মানসম্পন্ন বই পড়া। প্রতিটি শিক্ষার্থীর জাতির জনক বঙ্গবন্ধুর আত্মজীবনী জানা প্রয়োজন। বঙ্গবন্ধু কীভাবে এ দেশটাকে আগলে রেখেছিলেন। দেশের মানুষের জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। তিনি ছোটবেলা থেকেই দেশপ্রেমের নানা উদাহরণ রেখেছেন। মুক্তিযুদ্ধে দেশের বীর সন্তানেরা জীবন দিয়ে আমাদের স্বাধীন করেছেন তার দলিল এ বইটিতে পাওয়া যাবে। বিদ্যালয়গুলোয় গুরুত্বপূর্ণ বই উপহার পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসক আবু ইউসুফ ফকির, লৌহজং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ শামসুল তাবরীজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার, অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন লৌহজং কেন্দ্রের সভাপতি কবির ভূইয়া কেনেডি, কনকশার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সেলিম আহমেদ মোড়ল, টঙ্গিবাড়ী সোনারং ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন মাঝি প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর