রবিবার, ৩০ জুলাই, ২০১৭ ০০:০০ টা

মার্কেন্টাইল ব্যাংকের ষাণ্মাসিক মুনাফা ৩২৫ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

২০১৭ সালের অর্ধবার্ষিকীতে (জানুয়ারি-জুন) মার্কেন্টাইল ব্যাংকের পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ৩২৫ কোটি টাকা।  যা আগের বছরের একই সময়ের চেয়ে ৪২ শতাংশ বেশি। গতকাল রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিকদের সঙ্গে এক আলোচনায় এ তথ্য জানান। আলোচনায় মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মসিহুর রহমান বলেন, আমাদের ব্যাংকের আমানত বেড়েছে ১৯ শতাংশ, সমহারেই বেড়েছে ঋণ ও অগ্রিম। আমদানি বাণিজ্য ৩৫ ও রপ্তানি বাণিজ্য বেড়েছে প্রায় ১৫ শতাংশ। তিনি বলেন, সম্পদের গুণগত মান বজায় রাখার লক্ষ্যে একটি শক্তিশালী পর্যবেক্ষণ টিম সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। ফলে মন্দ ঋণ হার ৫.১৩ শতাংশ থেকে ৪.৩১ শতাংশে নেমে এসেছে।

ভবিষ্যতে ব্যবসা পরিচালনার জন্য পর্যাপ্ত মূলধন সংরক্ষণের ক্ষেত্রেও ব্যাংকের অবস্থান সুদৃঢ়। যার বর্তমান হার ১২.০৭ শতাংশ। পুঁজি বাজারে বিনিয়োগকারীদের আস্থার বিবেচনায় ব্যাংকের বর্তমান অবস্থান স্থিতিশীল। ব্যাংকের বর্তমান ইপিএস দাঁড়িয়েছে ২.০২ টাকা যা বিগত বছরের জুনে ছিল ১.৩২।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর