রবিবার, ২৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ দেশ গড়ার আহ্বান স্পিকারের

নিজস্ব প্রতিবেদক

ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী। রাজধানীতে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘বাংলাদেশ মার্চিং ফরওয়ার্ড’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন রচিত এ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমেরিটাস প্রফেসর আনিসুজ্জামান। বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য ড. আবদুল মান্নান চৌধুরী, অশোকা ফেলো সেলিম সামাদ, সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মাদ এ আরাফাত। স্পিকার বলেন, ‘এ ধরনের প্রকাশনা আমাদের ইতিহাস ও ঐতিহ্যকে সমৃদ্ধ করবে। লেখক তার গ্রন্থে নারীর ক্ষমতায়ন, জলবায়ুর পরিবর্তনে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় করণীয়সহ বিভিন্ন বিষয় তুলে ধরেছেন, যা বিশ্ববাসীর কাছে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সহায়ক ভূমিকা রেখেছে।’ ড. এ কে আবদুল মোমেন জানান, বাংলাদেশ মার্চিং ফরওয়ার্ড’ গ্রন্থে ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিদেশের বিভিন্ন পত্রপত্রিকা ও জার্নালে প্রকাশিত ২৪টি প্রবন্ধ এবং ১৯টি ভাষণ অন্তর্ভুক্ত হয়েছে। এ ছাড়া ঢাকাস্থ গোপালগঞ্জ জেলা সমিতি আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘বঙ্গবন্ধুর খুনিদের রাখা হয়েছিল আইনের ঊর্ধ্বে। বাঙালি জাতিকে এই বিচারের জন্য দীর্ঘ ৩৭ বছর অপেক্ষা করতে হয়েছিল। ১৫ আগস্ট ঘাতকরা বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করেই ক্ষান্ত হয়নি, ইতিহাসের কালো আইন পাস করে হত্যার বিচারের পথ রোধ করেছিল।’ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এ সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, উম্মে রাজিয়া কাজল, কাজী একরাম উদ্দিন আহমেদ প্রমুখ। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ কবির হোসেন।

সর্বশেষ খবর