রবিবার, ২৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

প্রধান বিচারপতি মন্তব্য প্রত্যাহার না করলে সংসদই পদক্ষেপ নেবে

------------------------- মেনন

গাজীপুর প্রতিনিধি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, প্রধান বিচারপতি ষোড়শ সংশোধনীর রায়ে তার পর্যবেক্ষণে অপ্রাসঙ্গিকভাবে সংসদকে টেনে জনগণকে অসম্মান করেছেন। প্রধান বিচারপতি যদি তার ওই মন্তব্য স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করে না নেন, তাহলে সংসদকেই তার সম্মান রক্ষার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। তিনি গতকাল দুপুরে গাজীপুর জেলা ওয়ার্কার্স পার্টির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে আবদুল মজিদের সভাপতিত্বে এ কর্মিসভা অনুষ্ঠিত হয়। তিনি বলেন, একটি রাষ্ট্রের তিনটি স্তম্ভ হচ্ছে— আইনসভা অর্থাৎ সংসদ, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগ। এদের পরষ্পরের সম্পর্ক শ্রদ্ধা ও সম্মানের। কেউ কাউকে অসম্মান করে নিজের সম্মান রক্ষা করতে পারে না। তাই বিচার বিভাগের সম্মান অক্ষুণ্ন রাখতেই সংসদের সম্মান রাখতে হবে। কর্মিসভায় ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য নুর আহমেদ বকুল, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাস, মীর দেলোয়ার হোসেন, লেহাজ উদ্দিন, আবদুল মতিন, নাজমুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর