বুধবার, ৩০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

প্রধানমন্ত্রী দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন করেন

-------- শামীম ওসমান

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন করেন। তিনি দু-এক মাসের জন্য ঠুনকো কোনো উন্নয়ন কাজ করেন না, ঠুনকো কাজ করা পছন্দও করেন না। ৫৫৮ কোটি টাকা ব্যয়ে আগামী সেপ্টেম্বর মাস থেকে ডিএনডির দীর্ঘমেয়াদি উন্নয়ন কাজ শুরু হবে। ডিএনডিবাসীকে কিছুদিন ধৈর্যধারণ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, আল্লাহতায়ালা ধৈর্যধারণকারীদের পছন্দ করেন। গতকাল বিকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি তালতলা এলাকায় নতুন গ্যাস সংযোগ লাইনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শামীম ওসমান এ কথা বলেন। তিনি বলেন, এ এলাকায় গ্যাসের সমস্যা ছিল। গ্যাসের সমস্যার সমাধান করা হয়েছে। কোনো সমস্যাই সমস্যা হয়ে থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একে একে সব সমস্যার সমাধান করবেন। আপনারা তার জন্য দোয়া করবেন। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সদস্য বদিউজ্জামান বদুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আবদুর মতিন মাস্টার।

সভায় অন্যদের মধ্যে নাসিক ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক আরিফুল হক হাসান, জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক সামছুল আলম বাচ্চু, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন মাস্টার, আবদুল আজিজ দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর