বুধবার, ৩০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

দুর্দশাগ্রস্তদের পুনর্বাসন করতে হবে : জমিয়ত

নিজস্ব প্রতিবেদক

দেশের বন্যাকবলিত দুর্দশাগ্রস্ত মানুষের পুনর্বাসনে সরকারকে যথাযথ পদক্ষেপ নেওয়ার পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগরী সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্ত মানুষের দুরবস্থা দেখে মনে হয় এ পর্যন্ত বহু মানুষ ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত এবং তারা মানবেতর জীবনযাপন করছে।’ উত্তরবঙ্গের বন্যাকবলিত বিভিন্ন জেলায় ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।

গতকাল কুড়িগ্রামে সদর, নাগেশ্বরী, ভূরুঙ্গামারী, ফুলবাড়ী, চিলমারী, উলিপুর, রাজার হাট এবং লালমনিরহাটের সদর, আদিতমারী, মোগলহাট ও খুনিয়াগাছ এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে জমিয়ত নেতৃবৃন্দ ত্রাণ বিতরণ করেন।

এ সময় মাওলানা আফেন্দীর সঙ্গে ঢাকা মহানগরী জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি বশীরুল হাসান খাদেমানী, রংপুর জেলা আহ্বায়ক মাওলানা ইউনূস প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর