বুধবার, ৩০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

কাগজবিহীন বাণিজ্য সুবিধা চুক্তিতে বাংলাদেশের প্রথম স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক

কাগজবিহীন বাণিজ্য সুবিধা চুক্তিতে প্রথমেই স্বাক্ষর করল বাংলাদেশ। জাতিসংঘের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ইউএনএসক্যাপ) কর্তৃক গৃহীত এই চুক্তিতে দেশের পক্ষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্রথম স্বাক্ষর করেন। পরে চীন ও কম্বোডিয়া এ চুক্তিতে স্বাক্ষর করে। গতকাল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ইউএনএসক্যাপের সদর দফতরে এ চুক্তি স্বাক্ষর কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এ চুক্তিতে স্বাক্ষরের বিষয়ে ৭ আগস্ট মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছিল।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে বাণিজ্যমন্ত্রী ‘হাইলেভেল ডায়ালগ অন এনহানসিং রিজিওনাল ট্রেড থ্রু ইফেকটিভ পার্টিসিপেশন ইন দ্য ডিজিটাল ইকোনমি’ শীর্ষক ডায়ালগে প্রথম প্যানেলিস্ট হিসেবে বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, ‘বাণিজ্যে জটিলতা দূর এবং দ্রুত কাজ সম্পাদন করতে বাংলাদেশ ইতিমধ্যে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে। বাংলাদেশের আমদানি-রপ্তানি অফিস, জয়েন্ট স্টক কোম্পানি অফিস, রপ্তানি উন্নয়ন ব্যুরোসহ গুরুত্ব্বপূর্ণ অফিসগুলোকে অটোমেশনের আওতায় আনা হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘ব্যবসায়ীদের সুবিধার জন্য তথ্য পোর্টাল চালু করা হয়েছে। এখন এসব কাজ অনলাইনে সম্পন্ন হচ্ছে। ব্যবসায়ীরা এখন অতি অল্প সময়েই ব্যবসায়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারছেন। আমদানি ও রপ্তানি সহজ করতে বিমানবন্দর, সমুদ্রবন্দর, স্থলবন্দর, কাস্টমস, ভ্যাট ব্যবস্থাপনা ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হচ্ছে।’

দেশে গত বছরের চেয়ে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) ৪৪ ভাগ বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘বর্তমান সরকারের বিনিয়োগবান্ধব নীতি ও পরিবেশের কারণে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ছে। ১৬ কোটি মানুষের বাংলাদেশ এখন একটি বড় বাজার। বিনিয়োগকারীদের স্বার্থ সরকার আইন করে রক্ষা করেছে। এখন শিল্পে শতভাগ বিনিয়োগ ও বিনিয়োগকৃত অর্থ লাভসহ যে কোনো সময় ফেরত নেওয়ার সুবিধা পাচ্ছেন বিনিয়োগকারীরা।’

এসক্যাপের আন্ডার সেক্রেটারি জেনারেল অ্যান্ড এক্সিকিউটিভ সেক্রেটারি ড. শামসাদ আক্তারের সভাপতিত্বে ডায়ালগে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন থাইল্যান্ডের অর্থ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার কিয়েটচাই সোফাসটিনফং, কম্বোডিয়ার বাণিজ্যমন্ত্রী পান সোরাসাক প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর