বুধবার, ৩০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলা

অগ্রাধিকার ভিত্তিতে পেপারবুক প্রস্তুতের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার দায়ে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১০ আসামির ডেথ রেফারেন্স মামলার পেপারবুক অগ্রাধিকার ভিত্তিতে প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। গতকাল এই মামলায় অগ্রাধিকার ভিত্তিতে পেপারবুক প্রস্তুত করতে প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন বলে জানান হাই কোর্ট বিভাগের অতিরিক্ত  রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজ। বিচারিক আদালত থেকে এই মামলার ডেথ রেফারেন্সসহ নথিপত্র ইতিমধ্যে হাই কোর্টে এসে পৌঁছেছে।

 কোটালীপাড়ার একটি কলেজের কাছে ২০০০ সালের ২০ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা মঞ্চের নির্ধারিত স্থান ও হ্যালিপ্যাডে মাটিতে পুঁতে রাখা ৭৬ ও ৮০ কেজি ওজনের দুটি বোমা পাওয়ার পর এই মামলা করে পুলিশ। এ মামলায় গত ২০ আগস্ট ঢাকার ২ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মমতাজ বেগম রায় ঘোষণা করেন। পরে ডেথ রেফারেন্স হিসেবে মামলাটি হাই কোর্টে আসে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর