বুধবার, ৩০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

নাগরিক ঐক্য কার্যালয়ে ছয় দলের ঐক্য নিয়ে বৈঠক

নিজস্ব প্রতিবেদক

নাগরিক ঐক্য কার্যালয়ে ‘রাজনৈতিক ঐক্য’ নিয়ে বৈঠক করেছে ছয় রাজনৈতিক দল। নিজেদের মধ্যে ঐক্য প্রক্রিয়া ছাড়াও দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দুই ঘণ্টারও বেশি সময় আলোচনা করেন এসব দলের নেতারা। আগামী জাতীয় নির্বাচন ঘিরে সমমনা দলগুলোকে নিয়ে ‘জাতীয় রাজনৈতিক ঐক্য’ গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা হয় বলে বৈঠকসূত্রে জানা যায়। এ ছাড়া সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে বিচার বিভাগের সঙ্গে নির্বাহী বিভাগের বিরোধ নিয়েও আলোচনা হয়। মিয়ানমারের আরাকান রাজ্যে সে দেশের সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গা মুসলিম হত্যাযজ্ঞের ব্যাপারে বৈঠকে নিন্দা জানানো হয় বলে জানা যায়। রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে বৈঠকে জাসদ সাধারণ সম্পাদক এম এ মালেক রতন প্রমুখ অংশ নেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর