বুধবার, ৩০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ায় ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রসহ সরকারি চাকরিতে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নানা ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। মুদ্রণ ও প্রকাশনা অধিদফতরের মুদ্রণ ব্যবস্থাপনা দুর্বল হওয়ার কারণেই বার বার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটছে বলে মনে করছেন কমিটির সদস্যরা। সংশ্লিষ্টদের সহায়তা ছাড়া সরকারি ছাপাখানায় অতি গোপনে মুদ্রিত এসব প্রশ্নপত্র ছাপাখানার বাইরে যাওয়া সম্ভব নয় বলেও উল্লেখ করেন তারা। কমিটি তদন্ত করে প্রশ্নপত্র ফাঁসের প্রকৃত কারণ উদঘাটনের পাশাপাশি এ অনিয়মের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার সুপারিশ করে।

সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে নিজেদের ক্ষোভ প্রকাশ করে তা নিরসনের সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন, কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান। জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, এ. বি. এম ফজলে করিম চৌধুরী, র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এবং মো. আব্দুল্লাহ বৈঠকে অংশ নেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, ভূমি মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ কর্মকমিশন সচিবালয়ের সচিব এবং মন্ত্রণালয় ও অধিদফতরের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর