বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
স্মরণসভায় বক্তারা

আতাউস সামাদ ছিলেন সাংবাদিকতার দিকপাল

নিজস্ব প্রতিবেদক

পেশাদারিত্বের দিক থেকে সাংবাদিক আতাউস সামাদ ছিলেন অন্যতম দৃষ্টান্ত। কাজের মাধ্যমেই এই আদর্শ ব্যক্তিত্ব প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন। তিনি ছিলেন সাংবাদিকতার দিকপাল। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আতাউস সামাদ স্মৃতি পরিষদ আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন বক্তারা। স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউজ টুডে সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ। বিএফইউজে (একাংশ) সভাপতি শওকত মাহমুদের সঞ্চালনায় এতে বক্তব্য দেন মহাসচিব এম আবদুল্লাহ, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, সাবেক যুগ্ম সম্পাদক কাদের গণি চৌধুরী, ডিইউজে (একাংশ) সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মুরসালিন নোমানি প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আতাউস সামাদ স্মৃতি পরিষদের আহ্বায়ক হাসান হাফিজ।

বিশিষ্ট সাংবাদিক আতাউস সামাদের স্মৃতিচারণ করে তার ভ্রাতুষ্পুত্র ইশতিয়াক আজিজ উলফাত ও কুদরতে মাওলা প্রমুখ বক্তব্য দেন।

রিয়াজউদ্দিন আহমেদ বলেন, সাংবাদিক আতাউস সামাদ কাজের মাধ্যমে মেধার স্বাক্ষর রেখে গেছেন। তিনি ছিলেন সাংবাদিকদের অনুপ্রেরণার জায়গা। আজীবন তিনি তার কাজের মাধ্যমে বেঁচে থাকবেন। শওকত মাহমুদ বলেন, পেশাদারিত্বের দিক থেকে সাংবাদিক আতাউস সামাদ ছিলেন অন্যতম দৃষ্টান্ত। স্পটে না গিয়ে তিনি কখনো সংবাদ প্রচার করতেন না। বক্তারা বলেন, সাংবাদিকতার শিক্ষক হিসেবে আতাউস সামাদ ছিলেন আদর্শ। কাজের মাধ্যমেই এই আদর্শ ব্যক্তিত্ব প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন। তিনি ছিলেন সাংবাদিকতার দিকপাল। স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার অবস্থান ছিল অনেক দৃঢ়। কীভাবে একটি সংবাদকে হৃদয়গ্রাহী করতে হয় সেসব বিষয়ে আতাউস সামাদের ছিল অসামান্য দক্ষতা।

সর্বশেষ খবর