আজ আন্তর্জাতিক কন্যা শিশু দিবস-২০১৭। পৃথিবীজুড়ে লিঙ্গ বৈষম্য দূর করতে ২০১২ সালের ১১ অক্টোবর প্রথম এ দিবসটি পালন করা হয়। জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহ প্রতি বছর এ দিবসটি পালন করে থাকে। মেয়েদের শিক্ষার অধিকার, পরিপুষ্টি, আইনি সহায়তা ও ন্যায় অধিকার, চিকিৎসা সুবিধা ও বৈষম্য থেকে সুরক্ষা, নারীর বিরুদ্ধে হিংসা ও বলপূর্বক বাল্যবিবাহ বন্ধে কার্যকর ভূমিকা পালনের উদ্দেশ্যে এ দিবসের সূচনা করা হয়। ইউনেস্কো মহাসচিব মিজ ইরিনা বোকোভা’র দেওয়া বার্তা অনুযায়ী আন্তর্জাতিক কন্যা শিশু দিবস-২০১৭ এর প্রতিপাদ্য ‘মেয়েদের ক্ষমতায়নে জরুরি সহায়তা ও প্রতিরোধ পরিকল্পনা’।
সরকারি-বেসরকারিভাবে এ দিবসটি উপলক্ষে আজ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।