শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

বর্ণ বৈষম্য বিলুপ্তি আইনের বিরুদ্ধে হিন্দু ফেডারেশন

নিজস্ব প্রতিবেদক

হিন্দু ধর্মের বর্ণ বৈষম্য বিলুপ্তি আইন পাসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বাংলাদেশ হিন্দু তফসিল জাতি ফেডারেশন। এ আইন সংসদে পাস করার যে কোনো প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে সংগঠনটি। গতকাল সংগঠনের সভাপতি প্রকাশ দাশ চৌধুরীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ দেশে সব বর্ণের হিন্দু জনসংখ্যা মোট জনসংখ্যার মাত্র দেড় ভাগ। সেখানে হিন্দু তফসিল জাতিভুক্ত জনসংখ্যা ১০ ভাগ।

ক্ষুদ্র সংখ্যার বর্ণ হিন্দুরা সব সময় বিরাট সংখ্যার তফসিল জাতির মানুষদের কুক্ষিগত করে নিজেদের স্বার্থ হাসিল করে থাকে। বর্ণ হিন্দু নেতারা হিন্দু ধর্মের বর্ণ বৈষম্য বিলুপ্ত আইন পাস করতে চান।

সর্বশেষ খবর