বুধবার, ২৫ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

শাহপরীর দ্বীপ হয়ে দুদিনে পাঁচ শতাধিক রোহিঙ্গার অনুপ্রবেশ

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কক্সবাজার থেকে

নাফ নদ পাড়ি দিয়ে রাতের আঁধারে গত দুদিনে আবারও পাঁচ শতাধিক রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেছে। সোমবার ভোরে অনুপ্রবেশকালে ১১১ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভোর রাতে শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া সীমান্ত থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে বেশিরভাগ নারী ও শিশু। এদের জালিয়াপাড়ার একটি মাদ্রাসায় বিজিবি হেফাজতে রেখে খাবার, চিকিৎসা ও অন্যান্য মানবিক সহযোগিতা দিয়েছে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে গতকাল তাদের বালুখালী ক্যাম্পে পাঠানো হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া গতকাল শাহপরীর দ্বীপের দক্ষিণপাড়া, জালিয়াপাড়া, খুরেরমুখসহ বিভিন্ন পয়েন্ট দিয়ে নৌকাযোগে আরও ৩ শতাধিক রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। এদের অধিকাংশই মিয়ানমারের রাখাইনের মগনীপাড়া থেকে এসেছে। মাসখানেক আগে নিজেদের পাড়া ছেড়ে পাহাড়ি এলাকায় এপাড়া ওপাড়া করে লুকিয়ে থেকে অবশেষে বাংলাদেশে পালিয়ে আসতে সক্ষম হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। 

এদিকে নিম্নচাপের কারণে সাগর উত্তাল থাকায় এর আগে তিন-চারদিন নাফ নদ হয়ে কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ করতে পারেনি। গত সোমবার থেকে সাগরের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রোহিঙ্গারা আবারও নদী ও সাগরপথে এপাড়ে আসা শুরু করেছে বলে জানান বিজিবি শাহপরীর দ্বীপ কোম্পানি কমান্ডার আবদুল জলিল।

সর্বশেষ খবর