বুধবার, ২৫ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

পরীক্ষা দিচ্ছেন চোখ হারানো সিদ্দিকুর

নিজস্ব প্রতিবেদক

শাহবাগে পুলিশের টিয়ার শেলে চোখ হারিয়েও লেখাপড়া চালিয়ে যাচ্ছেন তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান। তাই গতকাল অনার্স তৃতীয় বর্ষের প্রথম পরীক্ষায় অংশগ্রহণ করেন তিনি। গতকাল শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা। পরীক্ষায় অংশগ্রহণ করেছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সিদ্দিকুর। তবে নিজে লিখে নয়, পরীক্ষা দিচ্ছেন শ্রুতি লেখকের সাহায্যে। তাকে পরীক্ষায় সহযোগিতা করছেন একই কলেজের দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাদিয়া আফরিন মৌ।

সিদ্দিকুর রহমান বলেন, ‘আজ আমাদের তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষায় অংশ নিলাম। তবে আগের মতো নিজে লিখে পরীক্ষা দিতে পারিনি। শ্রুতি লেখকের সাহায্যে পরীক্ষা দিতে হচ্ছে। এর পরও পরীক্ষা ভালো হয়েছে। দেশবাসীর কাছে দোয়া চাই।’

শ্রুতি লেখক সাদিয়া আফরিন মৌ বলেন, ‘ফেসবুকের মাধ্যমে প্রথম দেখি সিদ্দিকুর ভাইয়ের জন্য একজন শ্রুতি লেখক লাগবে। তখনই সিদ্ধান্ত নিই কাজটি আমি করব। সিদ্দিকুর ভাই শিক্ষার্থীদের জন্য আন্দোলন করে নিজের দৃষ্টিশক্তি হারিয়েছেন। তার হয়ে পরীক্ষা দিতে পারায় অনেক ভালো লাগছে।’

সর্বশেষ খবর