রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

সোনালী ব্যাংক ইউকে শীর্ষক খবর নিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ব্যাখ্যা

বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতায় ২৬ অক্টোবর প্রকাশিত ‘মানি লন্ডারিং অনিয়ম দুর্নীতি : সোনালী ব্যাংক ইউকের কার্যক্রম বন্ধের নির্দেশ’ শিরোনামে প্রকাশিত খবরের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। অতিরিক্ত সচিব মো. ফজলুল হকের স্বাক্ষরিত অর্থ মন্ত্রণালয়ের ব্যাখ্যায় বলা হয়, বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের ১৯ অক্টোবর ইস্যু হওয়া পত্রে বাংলাদেশ ব্যাংক কর্তৃক সোনালী ব্যাংক (ইউকে) লিমিটেডের কার্যক্রম বন্ধের নির্দেশের বিষয় উল্লেখ নেই। বাংলাদেশ ব্যাংকের এরূপ নির্দেশ দেওয়ার এখতিয়ার নেই। কেননা বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংক (ইউকে) লিমিটেডের নিয়ন্ত্রক নয়।

প্রতিবেদকের বক্তব্য : বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি বিভাগের মহাব্যবস্থাপক আবু ফরাহ মো. নাছের স্বাক্ষরিত ১৯.১০.২০১৭ তারিখে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব ইউনূসুর রহমানের কাছে পাঠানো Winding Down Sonali Bank (UK) Ltd’s business শীর্ষক চিঠির তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। চিঠির স্মারক নম্বর বিআরপিডি (এম)২০৪/১(১)২০১৭(৬৯২৫)। এ ছাড়া এ সমস্যা সমাধানের জন্য সোনালী ব্যাংক লিমিটেডের এমডি ওবায়েদ উল্লাহ আল-মাসুদ বর্তমানে যুক্তরাজ্য সফরে আছেন, যা প্রতিবেদনে বলা আছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর