রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

সরকার শিক্ষকদের মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করেছে

—পরিকল্পনামন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি বলেছেন, শিক্ষকরা এ সমাজের আলোকিত মানুষ। দেশ গঠনে তাদের ভূমিকা অপরিসীম। এলাকার উন্নয়নের ব্যাপারে শিক্ষকদের এগিয়ে আসতে হবে। বর্তমান সরকার শিক্ষকদের মান উন্নয়নের ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করেছে। তিনি গতকাল কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ মাঠে সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা, টেকসই লক্ষ্যমাত্রা এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে শিক্ষক সমাবেশে এ কথা বলেন। জেলা তথ্য অফিস কুমিল্লা ও সদর দক্ষিণ উপজেলা পরিষদ এ সমাবেশের আয়োজন করে। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের নির্বাহী অফিসার রূপালী মণ্ডলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন— সাবেক সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল, কুমিল্লা জেলা সিনিয়র তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর প্রমুখ।

পরিকল্পনামন্ত্রী বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনার হাতে বাংলাদেশ নিরাপদ। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আজ শেখ হাসিনার বিকল্প নেই। তিনি বলেন, আমি ব্যানার ফেস্টুনে আমার নাম দেখাতে চাই না, আমি আপনাদের হৃদয়ের মাঝে নাম লেখাতে চাই। আওয়ামী লীগ সরকারের আমলে এই এলাকায় কুমিল্লা ইপিজেড স্থাপিত হয়েছে। যেখানে ৫০ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এই এলাকার শিক্ষিত ছেলে-মেয়েদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি আইটি পার্ক স্থাপন হচ্ছে। এরমধ্যে জমি অধিগ্রহণের কাজ শেষ হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর