রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা
আলোচনা সভায় বক্তারা

দেশে উদার গণতন্ত্র প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক

উদার গণতন্ত্র হচ্ছে উচ্চতর গণতন্ত্র। এ দেশে উদার গণতন্ত্রের প্রয়োজন। অবশ্যই একদিন উদার গণতন্ত্র এ দেশে প্রতিষ্ঠিত হবে। গতকাল রাজধানীর আর্মি গলফ ক্লাবে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন বক্তারা। ইনিশিয়েটিভ ফর দ্য প্রমোশন অব লিবারেল ডেমোক্রেসি (আইপিএলডি) ‘প্রাকটিক্যাল প্রবলেম টু ইনট্রোডিউস পিস্টিন লিবারেল ডেমোক্রেসি ইন বাংলাদেশ’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে। আয়োজক সংস্থার সভাপতি প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিমের সভাপতিত্বে সেমিনারে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন, মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমসহ অন্যরা বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইপিএলডির নির্বাহী সভাপতি ড. সা’দত হুসাইন। সেমিনারে গবেষণা প্রবন্ধ উপস্থাপনা করেন ড. যুবাইদুল কবীর।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর