বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

নিরাপদ ক্যাম্পাস দাবিতে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিরুৎসাহিতকরণ, অনুনোমোদিত যানচলাচল প্রতিহতকরণ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।  গতকাল ‘নিরাপদ ঢাবি চাই’ প্রতিপাদ্যে সাধারণ শিক্ষার্থীরা এই বিক্ষোভ করেন। তারা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসের সামনে সমাবেশ করেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন,  বুয়েট ও ঢামেক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে যৌথ নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। উল্লেখ্য, এর আগে গত সোমবার বুয়েটের শিক্ষার্থীরা বুয়েট ক্যাম্পাসে নিরাপত্তার জন্য বিক্ষোভ ও ক্লাস বর্জন করেন।

গত ২৬ অক্টোবর বুয়েট শহীদ মিনার এলাকা থেকে মাদকসেবীদের উচ্ছেদকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে হয়। এতে বুয়েটের কয়েকজন শিক্ষার্থী আহত হন। এরপর বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা নিরাপত্তাসহ আট দফা দাবিতে বিক্ষোভ ও ক্লাস বর্জন কর্মসূচি পালন করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর