সোমবার, ৬ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা
রাজ ঠাকরের অভিযোগ

মুম্মাইয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ছেয়ে যাচ্ছে

কলকাতা প্রতিনিধি

ভারতের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) প্রধান রাজ ঠাকরে দাবি করছেন, মুম্বাইয়ের বেরামপদা বস্তি এলাকায় বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীতে ছেয়ে গেছে। এই মানুষরা সহজেই ভারতের আধার কার্ড পেয়ে যাচ্ছে। এই ধারা চলতে থাকলে পাকিস্তানের পরিবর্তে আগামীতে ভারতকে বাংলাদেশিদের বিরুদ্ধেই লড়তে হবে। গত শনিবার মুম্বাইতে এক সংবাদ সম্মেলনে শিবসেনা প্রধানও দাবি করেছিলেন, গত ২৬ অক্টোবর মুম্বাইয়ের বান্দ্রা রেল স্টেশনের কাছে বেরামপদা বস্তিতে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, সেটা একটা পরিকল্পিত ঘটনা। ওটা দুর্ঘটনা নয়। কারণ ওখানে বসবাসকারী সবাই বাংলাদেশি অনুপ্রবেশকারী। তাছাড়া আমি জানি না তারা কোথা থেকে আসেন এবং এই শহরে বাস করেন। আমাদের কাছে তাদের কোনো হিসাব বা বিবরণ নেই। কিন্তু এটা ঠিক যে ওই আগুনটা লাগানো হয়েছিল, ওটা কোনো দুর্ঘটনা নয়।

সর্বশেষ খবর