সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা
নীতিমালা চূড়ান্ত

ভর্তি পরীক্ষায় পাঠ্য বই বহির্ভূত প্রশ্ন নয়

নিজস্ব প্রতিবেদক

আগামী ২০১৮ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি স্কুলের জন্য নতুন ভর্তি নীতিমালা চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষায় এখন থেকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) নির্ধারিত পাঠ্য বইয়ের বাইরে থেকে কোনো প্রশ্ন করা যাবে না। তবে প্রথম শ্রেণিতে আগের মতোই লটারির মাধ্যমে ভর্তি বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি ফরমের মূল্য ২০ টাকা বাড়িয়ে ১৭০ টাকা করা হয়েছে। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় নতুন ভর্তি নীতিমলা চূড়ান্ত করা হয়। দুই-এক দিনের মধ্যেই তা  পরিপত্র আকারে জারি করা হবে। সভায় ভর্তি নীতিমালা চূড়ান্ত হলেও ফরম বিতরণ ও পরীক্ষার সময়সূচি নির্ধারিত হয়নি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদফতরকে এটি চূড়ান্ত করতে বলা হয়েছে।

ওদিকে ভর্তি নীতিমালা চূড়ান্ত হওয়ার আগেই বেশির ভাগ  বেসরকারি বিদ্যালয় এরই মধ্যে ফরম বিতরণ শুরু করেছে।

সর্বশেষ খবর