রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

কাগতিয়ায় এনামি জলসা অনুষ্ঠিত

চট্টগ্রামের কাগতিয়া এশাতুল উলুম কামিল (এমএ) মাদরাসার ৮৬তম এনামি জলসায় গতকাল বক্তারা বলেছেন, মুসলিম মিল্লাতের ছন্দপতনের মূল কারণ ইসলামি জ্ঞান-বিজ্ঞানের প্রতি উদাসীনতা। ইসলামি জ্ঞান-বিজ্ঞানের জন্য প্রয়োজন মানসম্মত গবেষণাগার, লাইব্রেরি, অবকাঠামো ও শান্ত পরিবেশ, যার সবই এই মাদরাসায় রয়েছে। মাদরাসার প্রাণপুরুষ মহামনীষী হযরত শায়খ ছৈয়দ গাউছুল আজমের (রহ.) কারণে এর সুনাম এশিয়া মহাদেশের গণ্ডি পেরিয়ে গেছে। জলসায় সভাপতিত্ব করেন প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনসুর। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জমিয়তুল মোদাররেছিনের মহাসচিব অধ্যক্ষ আল্লামা শাব্বির আহমদ মোমতাজী। অনুষ্ঠানে মিলাদ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি।

সর্বশেষ খবর