সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

আজ ডা. মিলনের মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক

স্বৈরাচারবিরোধী আন্দোলনের পেশাজীবী নেতা ডা. শামসুল আলম খান মিলনের ২৭তম মৃত্যুবার্ষিকী আজ। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) তৎকালীন যুগ্মমহাসচিব ও ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক ডা. মিলন ১৯৯০ সালের ২৭ নভেম্বর ঘাতকদের গুলিতে শহীদ হন। এর পরই স্বৈরাচারবিরোধী আন্দোলনে নতুন গতি পায়। ছাত্র গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় স্বৈরশাসনের। নিশ্চিত হয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ। এ উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এদিকে মিলন দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ব্যাপক কর্মসূচি নিয়েছে।  মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজ চত্বরে মিলনের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত। ডা. শামসুল আলম খান মিলনের ২৭তম মৃত্যুবার্ষিকীকে শহীদ ডা. মিলন দিবস হিসেবে পালন করে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।

এ উপলক্ষে ঢাকা মহানগর পূর্বের উদ্যোগে বিকাল ৩টায় যাত্রাবাড়ী চৌরাস্তা সংলগ্ন পার্কে জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর