সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

নাচ-গানে বহ্নিশিখার যুগপূর্তি

সাংস্কৃতিক প্রতিবেদক

নাচ-গানে বহ্নিশিখার যুগপূর্তি

আলোচনা, গান ও নাচের মধ্য দিয়ে যুগপূর্তি উদযাপন করেছে সাংস্কৃতিক সংগঠন ‘বহ্নিশিখা’। গতকাল বিকালে পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনের এ আয়োজনে অতিথি ছিলেন গণসংগীতশিল্পী ফকির আলমগীর, নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক ও সমাজসেবক নেলী ইসলাম। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গোলাম কুদ্দুছ। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত এ আয়োজনের শুরুতেই সদ্যপ্রয়াত বরেণ্য নৃত্যশিল্পী রাহিজা খানম ঝুনু এবং কণ্ঠশিল্পী বারী সিদ্দিকীর বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা পরবর্তী সাংস্কৃতিক পর্বের শুরুতেই বিশেষ ধারার নৃত্য ‘সত্রীয়’ পরিবেশন করে ভারতের আসাম প্রদেশের নৃত্যশিল্পী রঞ্জুমনি সাইকিয়া ও তার দল। এরপর দলীয় নৃত্য পরিবেশন করে বহ্নিশিখার নৃত্যশিল্পীরা। অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন বাংলাদেশের সুনীল কর্মকার এবং ভারতের কমলিকা চক্রবর্তী। আয়োজক সংগঠনের শিল্পীদের দলীয় পরিবেশনার মধ্য দিয়ে যুগপূর্তির এই আয়োজনের সমাপ্তি ঘটে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর