সোমবার, ৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

বিসিএসের প্রিলিমিনারি ২৯ ডিসেম্বর

প্রতিদিন ডেস্ক

সরকারি চাকরিতে লোক নিয়োগে ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে আগামী ২৯ ডিসেম্বর। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক গত রাতে এই তথ্য জানান। খবর, বিডিনিউজ। দুই হাজার ২৪টি পদে নিয়োগ দিতে গত ২০ জুন ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। গত ১০ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত প্রার্থীরা আবেদনপত্র জমা দেন। বিসিএসের লিখিত পরীক্ষার উত্তরপত্র দুজন পরীক্ষক মূল্যায়ন করবেন। পরীক্ষকদের দেওয়া নম্বরের ব্যবধান ২০-এর বেশি হলে তৃতীয় পরীক্ষক উত্তরপত্র মূল্যায়ন করবেন বলে কমিশনের চেয়ারম্যান আগেই জানিয়েছেন।

নবগঠিত ময়মনসিংহ বিভাগেও ৩৮তম বিসিএসের পরীক্ষা হবে। ইংরেজি ও বাংলা দুই ধরনের প্রশ্ন থাকবে।

৩৮তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ৩০০ এবং পুলিশে ১০০ জনসহ মোট দুই হাজার ২৪টি পদে নিয়োগ দেওয়া হবে।

সর্বশেষ খবর