শনিবার, ৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বিশ্ব ভয়ঙ্কর পুঁজিবাদী রোগে আক্রান্ত

সিরাজুল ইসলাম চৌধুরী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

বিশ্ব ভয়ঙ্কর পুঁজিবাদী রোগে আক্রান্ত

বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, বিশ্ব এখন ভয়ঙ্কর পুঁজিবাদী রোগে ভুগছে। এই রোগ মানুষের অগ্রগতিকে আটকে রেখেছে, অশান্তি বাড়িয়ে চলেছে। পুঁজিবাদ না থাকলে বিশ্বে কোনো অশান্তি থাকত না। তিনি গতকাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দর্শন বিভাগের দশম পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন। দর্শন বিভাগের চেয়ারম্যান ও অ্যালমনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাবি উপাচার্য মো. আখতারুজ্জামান, ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ, দর্শন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আমিনুল ইসলাম, অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক হারুনুর রশীদ, দর্শন বিভাগ অ্যালামনাইয়ের সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মিয়াজী প্রমুখ। অনুষ্ঠানে ‘প্রাণপ্রবাহ’ স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। ‘সৌহার্দ্য ও স্মৃতির বন্ধনে আমরা, এসো মিলি প্রাণের আনন্দে’ স্লোগানে অনুষ্ঠিত দিনব্যাপী এ মিলনমেলায় বিভাগের সাবেক শিক্ষার্থীরা মিলিত হন। আড্ডা, গান আর স্মৃতিচারণ করে আনন্দে সময় কাটান তারা। অনুষ্ঠানে অধ্যাপক সিরাজুল ইসলাম আরও বলেন, পুঁজিবাদী সভ্যতা এখন ক্রান্তিকালে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর