শনিবার, ৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ওএএস-এ বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন

প্রতিদিন ডেস্ক

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন ওয়াশিংটনে অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটসে (ওএএস) বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার ওএএস-এর সদর দফতরে সংগঠনের মহাসচিব লুই অ্যালমাগরোর কাছে তাঁর নিয়োগপত্র পেশ করেন। বাংলাদেশ ২০১৬ সালের ১ ডিসেম্বর বিশ্বে সবচেয়ে পুরনো এই বহুপক্ষীয় আঞ্চলিক সংগঠনের স্থায়ী পর্যবেক্ষকের মর্যাদা পায়। আর জিয়াউদ্দিনই হলেন ওএএসে বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি। ১৯৪৮ সালে যুক্তরাষ্ট্রের উদ্যোগে প্রতিষ্ঠিত অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটসে বর্তমানে সদস্য হিসেবে রয়েছে ৩৪টি দেশ। আরও ৭২টি দেশ এ সংগঠনের স্থায়ী পর্যবেক্ষক। রাষ্ট্রদূত জিয়াউদ্দিন ওএএস মহাসচিবকে বলেন, এ সংগঠনের স্থায়ী পর্যবেক্ষক হওয়ায় বাংলাদেশের কূটনৈতিক কর্মকাণ্ডের পরিসর আরও বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন- আজকের বিশ্বে দূরতম প্রান্তের মিত্রের সঙ্গেও সম্পর্কোন্নয়নের কোনো বিকল্প নেই।

রাষ্ট্রদূত এ সময় বাংলাদেশের অগ্রসরমান অর্থনীতি, নারীর ক্ষমতায়ন এবং উন্নয়নের বিষয়ে ওএএস মহাসচিবকে অবহিত করেন। এদিকে দারিদ্র্য বিমোচন এবং আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে যে সাফল্য দেখিয়েছে, তার ভূয়সী প্রশংসা করেন মহাসচিব অ্যালমাগরো। বাংলাদেশ যেভাবে রোহিঙ্গা সংকট মোকাবিলা করছে, সে বিষয়ের প্রতিও তিনি সাধুবাদ জানান। বাংলাদেশকে আমেরিকা মহাদেশের অন্যান্য আঞ্চলিক জোটের সঙ্গেও যুক্ত হওয়ার পরামর্শ দেন তিনি।

সর্বশেষ খবর