শনিবার, ৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

গণতন্ত্রের কাঠামোগত উন্নয়ন করতে হবে : তরীকত

নিজস্ব প্রতিবেদক

আগামী নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের কাঠামোগত উন্নয়ন করতে হবে বলে মন্তব্য করেছেন ১৪-দলীয় জোটের শরিক তরীকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়াল এমপি। তিনি বলেন, ৫ জানুয়ারি গণতন্ত্র রক্ষা দিবস। বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এ দিনটি বিশেষভাবে চিহ্নিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই গণতন্ত্রের নবতর উজ্জীবন হবে। গতকাল রাজধানীর কলাবাগানে সংগঠনের মহাসচিবের কার্যালয়ে ৫ জানুয়ারি ‘গণতন্ত্র রক্ষা দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এতে সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীর নেতারা অংশ নেন।

এম এ আউয়াল বলেন, চলতি বছরের শেষ দিকে জাতীয় নির্বাচন। আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের সপক্ষের দলকে ক্ষমতায় এসে গণতন্ত্রের কাঠামোগত উন্নয়ন ও দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। তিনি বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বয়কট করে বিএনপি নির্বাচনী ট্রেন মিস করেছে। এর পরের বছরগুলোয় দিনে দিনে স্পষ্ট হয়েছে তাদের বয়কট দেশে-বিদেশে এবং দলের অভ্যন্তরেও আফসোসের কারণ হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর