শিরোনাম
মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
২০ দলের শীর্ষনেতাদের বৈঠক

ডিএনসিসি নির্বাচনে জোটগত প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জোটগতভাবে প্রার্থী দেবে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। গতকাল রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে তার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত জোটের শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। বৈঠকে ডিএনসিসি নির্বাচনে জোটের পক্ষ থেকে প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে। এ ছাড়াও জোটের প্রধান শরিক দল জামায়াতে ইসলামী তাদের ইতিমধ্যে ঘোষিত দলীয় মেয়র প্রার্থীকে প্রত্যাহার করে নেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে। রাত নয়টা থেকে দেড় ঘণ্টারও বেশি সময়ের এ বৈঠকে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে দায়ের করা মামলাসমূহের বিস্তারিত আলোচনা হয়। খুব শিগগিরই এ ব্যাপারে বিএনপি ও জোটের আইনজীবীরা বসে আলোচনা করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন বলেও বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়াও বৈঠকে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতিও স্থান পায় বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আবদুল হালিম, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এলডিপির ড. রেদোয়ান আহমেদ, জাগপা সভাপতি রেহানা প্রধান, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন আহমেদ মনি, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, পিপলস লীগের চেয়ারম্যান গরীবে নেওয়াজ, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, ইসলামিক ঐক্য জোটের আবদুর রকিব, খেলাফত মজলিসের আহমেদ আবদুল কাদের, ন্যাপ ভাসানীর আজহারুল ইসলাম, জমিয়তে ওলামায়ে ইসলামের আবদুর রব ইউসুফী, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির মঞ্জুর হোসেন ঈসা, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠকে ডিএনসিসি নির্বাচনে মেয়র পদে এখনো জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী চূড়ান্ত করা হয়নি বলে জানা যায়। তবে ধারণা করা হচ্ছে যে, বিগত নির্বাচনে বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালই শেষ পর্যন্ত জোটের মনোনয়ন পেতে পারেন।

সর্বশেষ খবর