মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

মামলার পরিসংখ্যান পাঠাতে জেলা জজদের চিঠি

নিজস্ব প্রতিবেদক

আজ বেলা ২টার মধ্যে সারা দেশের দেওয়ানি ও ফৌজদারি মামলার পরিসংখ্যান চেয়ে সব জেলা জজদের চিঠি পাঠিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। ফ্যাক্স ও ইমেইলের মাধ্যমে এ পরিসংখ্যান পাঠাতে বলা হয়েছে চিঠিতে। গতকাল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার (বেঞ্চ ও ডিক্রি) সানজিদা সরওয়ার এ চিঠি পাঠান। ‘জরুরি ভিত্তিতে মামলার পরিসংখ্যান প্রেরণ’ শিরোনামে ওই চিঠিতে বলা হয়, জাতীয় সংসদে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে জবাবদানের জন্য জেলায় অবস্থিত সব আদালতের দেওয়ানি ও ফৌজদারি মামলার পরিসংখ্যান পাওয়া আবশ্যক।

২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিচারাধীন দেওয়ানি, ফৌজদারি, বিচারাধীন মোট মামলা, পাঁচ বছর এবং বেশি সময় ধরে চলমান মামলার মোট সংখ্যা চাওয়া হয়েছে চিঠিতে।

সর্বশেষ খবর