শিরোনাম
মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
বাংলাদেশ প্রতিদিনে খবর

পদোন্নতি পেলেন এনবিআরের তিন কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

পদোন্নতি পেয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড—এনবিআরের তিন শীর্ষ কর্মকর্তা। প্রতিষ্ঠানটির তিন সদস্যকে (কর) গ্রেড-২ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। জ্যেষ্ঠতা অনুযায়ী পদোন্নতি পাওয়া এই তিন কর্মকর্তা হলেন- মীর মুস্তাক আলী, মো. আবদুর রাজ্জাক ও জিয়াউদ্দিন মাহমুদ। ‘নজিরবিহীন চলতি দায়িত্ব দিয়েই চলছে এনবিআর’ শিরোনামে রবিবার প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ প্রতিদিন। গতকাল অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপ-সচিব সুরাইয়া পারভীন শেলী স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী— এই তিন কর্মকর্তা গ্রেড-২ পদে চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ স্কেলে পদোন্নতি পেলেন। মীর মুস্তাক আলী এনবিআরের সদস্য (অডিট, ইন্টিলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন), মো. আবদুর রাজ্জাক সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ও জিয়াউদ্দিন মাহমুদ সদস্য (কর জরিপ ও পরিদর্শন) হিসেবে দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ খবর