শনিবার, ২০ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

কুবিতে ৮ম রসায়ন অলিম্পিয়াড

কুমিল্লা প্রতিনিধি

বাংলাদেশ কেমিকেল সোসাইটি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের যৌথ আয়োজনে কুবিতে ৮ম রসায়ন অলিম্পিয়াডের কুমিল্লা অঞ্চলের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এ অলিম্পিয়াডে কুমিল্লা অঞ্চলের বিভিন্ন কলেজের বিজ্ঞান বিভাগের সাড়ে ছয় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরে বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ভলিবল মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সভাপতি ও রসায়ন অলিম্পিয়াড কুমিল্লা অঞ্চলের আহ্বায়ক ড. এ কে এম রায়হান উদ্দিনের সভাপতিত্বে উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইকিউএসির পরিচালক ও কুবি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান, বিশেষ অতিথি ছিলেন কুবি রেজিস্ট্রার মো. মজিবর রহমান মজুমদার।

প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সাজ্জাদ হোসাইন।

 বিজয়ী ২০ জনের হাতে পুরস্কার তুলে দেন কুবি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান।

সর্বশেষ খবর