শনিবার, ২০ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

মেধার মূল্যায়ন এখন হিমাগারে : গণদল

নিজস্ব প্রতিবেদক

গণদল চেয়ারম্যান গোলাম মাওলা চৌধুরী বলেছেন, মেধার সঠিক মূল্যায়ন এখন হিমাগারে। প্রশ্নপত্র ফাঁস ষড়যন্ত্রের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা শেষ করা হয়েছে। এখন চলছে, চাকরির প্রশ্নপত্র ফাঁস। এতে বেকারত্বকে হতাশায় এবং ধীরে ধীরে মাদকাসক্তিতে ঠেলে দেওয়া হচ্ছে। গতকাল পল্টনে গণদলের কেন্দ্রীয় কার্যালয়ে বগুড়ার শেরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের নেতৃত্বে অর্ধশতাধিক নেতা-কর্মীর যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গণদলের যুগ্ম মহাসচিব নুরুল কাদের চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতা শাহ আলম হাওলাদার, তাইফুন নাহার রোজি, রাশেদ বিল্লাহ, আবদুর রহিম ও বাবুল আহম্মেদ প্রমুখ।

সর্বশেষ খবর