শনিবার, ২০ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

আগামী শতাব্দী হবে এশিয়ানদের

-------- স্পিকার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

‘আগামী শতাব্দী এশিয়ানদের হবে’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ৬০ বছর পূর্তি উপলক্ষে ‘দক্ষিণ এশীয় সমাজবিজ্ঞান’ বিষয়ক সম্মেলনে স্পিকার আরও বলেন, তরুণদের জন্য প্রযুক্তিনির্ভর শিক্ষা নিশ্চিতকরণ, দরিদ্রতা ও বৈষম্য দূর করে সবার জন্য সমতানির্ভর সমাজ গঠন করতে হবে। দুই দিনব্যাপী এ সম্মেলনে দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে সমাজবিজ্ঞানের অবস্থান, ভূমিকা ও গুরুত্ব তুলে ধরা হবে। সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নেহাল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ।

সম্মেলনে ‘কলোনিয়ালিজম, কোল্ড ওয়ার অ্যান্ড গ্লোবালাইজেশন : সিচুয়েটিং সোসিওলজি ইন সাউথ এশিয়া’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজবিজ্ঞানী পদ্মভূষণ ইন্টারন্যাশনাল সোসিওলজিক্যাল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অধ্যাপক টি. কে উমেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক কে এ এম সা’দ উদ্দীন, অধ্যাপক অনুপম সেন, অধ্যাপক ড. মনিরুল ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম প্রমুখ। উল্লেখ্য, সম্মেলনের আটটি সেশনে মোট ৩২টি প্রবন্ধ উপস্থাপন করা হবে। দেশ-বিদেশের সমাজবিজ্ঞানের গবেষকরা এই সেশনগুলোতে প্রবন্ধ উপস্থাপন করবেন।

সর্বশেষ খবর