শনিবার, ২০ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটি নিয়ে লুকোচুরি

কেন্দ্র বলছে স্থগিত করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটি নিয়ে লুকোচুরি চলছেই। গতকাল বাংলাদেশ প্রতিদিনসহ কয়েকটি দৈনিকে সহসম্পাদক পদে ছাত্রদলসহ বিষদ সংবাদ প্রকাশিত হওয়ায় কেন্দ্র থেকে বলা হচ্ছে কোনো কমিটি ঘোষণা করা হয়নি। খসড়া তালিকা তৈরি করা হয়েছে। এ প্রসঙ্গে আওয়ামী লীগের উপদফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আওয়ামী লীগের গঠনতন্ত্রের ২৫’র চ ধারা অনুযায়ী উপকমিটি গঠন প্রক্রিয়াধীন রয়েছে। ইতিমধ্যে কিছু কমিটি তাদের কার্যক্রম শুরু করেছে। আমরা যাচাই-বাছাই করছি। কোনো বিতর্কিত ও অন্য দলের ব্যক্তিকে আওয়ামী লীগের উপকমিটিতে স্থান দেওয়া হবে না। 

তবে অনুসন্ধানে জানা গেছে, এই কমিটির বিরুদ্ধে নানা অভিযোগ ও অসঙ্গতি থাকায় সমালোচনা এড়াতে অনানুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে এবং তা সংশ্লিষ্ট সম্পাদক, সহসম্পাদক ও সদস্যদের দেওয়া হয়েছে।

অভিযোগ অসঙ্গতি যেন মিডিয়ায় না আসে সেজন্য পুরো তালিকা একযোগে প্রকাশ করা হয়নি। কমিটিতে ছাত্রদল, নেতাদের বাসার কাজের লোকসহ নানা বিতর্কিতরাও স্থান পেয়েছেন।

সর্বশেষ খবর