মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

স্বল্প সুদে নরফান্ড বিনিয়োগ করবে

নিজস্ব প্রতিবেদক

নরওয়েজিয়ান ইনভেস্টমেন্ট ফান্ড ফর ডেভেলপিং কান্ট্রিজ (নরফান্ড) বিনিয়োগ করবে বাংলাদেশে। সিটি ব্যাংককে সম্প্রতি নরফান্ড তাদের গ্রাহকদের ট্রেড ফাইন্যান্সিং ও প্রকল্প অর্থায়নের জন্য ১০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করেছে। গ্রিন প্রকল্প, এসএমই ও কৃষিজাত শিল্পে স্বল্প সুদে এ তহবিল থেকে ঋণ দেওয়া হবে। সম্প্রতি রাজধানীর গুলশানে সিটি ব্যাংকের প্রধান কার্যালয় পরিদর্শন করেন নরফান্ডের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন, নরফান্ডের চেয়ারপারসন ক্রিস্টিন ক্লিমেট এবং ব্যবস্থাপনা পরিচালক কেজেল রোল্যান্ড। সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হুসেইন বলেন, অফসোর ব্যাংকিংয়ের মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগ করছে নরফান্ড। উভয় প্রতিষ্ঠানই এই চুক্তিকে একটি দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের সূচনা করেছে। ভবিষ্যতে নতুন নতুন ব্যবসায়ে একসঙ্গে কাজ করব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর