মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

৩১ জানুয়ারি থেকে আইসিসিবিতে সুতা ও বস্ত্রমেলা

নিজস্ব প্রতিবেদক

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামী ৩১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক সুতা ও বস্ত্রমেলা। বিশ্বের প্রায় ২১টি দেশের ৩৫০টি প্রতিষ্ঠান এই আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণ করবে। সব ধরনের সুতা, ডেনিম, নিটেড ফেব্রিক্স, ফ্লিস, ইয়ার্ন অ্যান্ড ফাইবার, আর্টিফিসিয়াল লেদার, অ্যামব্রোয়ডারি, বাটন, জিপার, লিনেন ব্লেন্ডসহ অ্যাপারেল পণ্যের বিশাল সমাহার। প্রদর্শনীটি গার্মেন্টস ইন্ডাস্ট্রির ভোক্তা, উদ্যোক্তা, আমদানিকারক ও সরবরাহকারী সবার জন্য ওয়ান স্টপ প্লাটফর্ম হিসেবে কাজ করবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সেমস গ্লোবাল ইউএসএ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সেমস গ্লোবালে মার্কেটিং প্রধান নঈম শরিফ, সিনিয়র ম্যানেজার আসিফ আরমান, সমন্বয়ক মাজাহারুল ইসলাম প্রমুখ। সেমস গ্লোবাল ও সিসিপিআইটি টেক্স চায়না যৌথভাবে আয়োজন করবে ১৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক্স শো, ৩০তম ডাইক্যাম বাংলাদেশ এক্সপো, ২য় ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো। ৩১ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ প্রদর্শনী। প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর