মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ইন্দোনেশিয়ার সঙ্গে অগ্রাধিকার বাণিজ্য চুক্তি : তোফায়েল

নিজস্ব প্রতিবেদক

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ইন্দোনেশিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধি এবং রপ্তানি প্রতিবন্ধকতা দূর করতে উভয় দেশের মধ্যে প্রিফারেনশিয়াল ট্রেড এগ্রিমেন্ট (পিটিএ) বা অগ্রাধিকার বাণিজ্য চুক্তি স্বাক্ষরের সিদ্ধান্ত হয়েছে। এ মাসের শেষে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির বাংলাদেশ সফরের সময় উভয় দেশের বাণিজ্যমন্ত্রীর মধ্যে এ চুক্তি সই হবে। গতকাল সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা সোয়েমারনোর সঙ্গে মতবিনিময় করে সাংবাদিকদের এসব কথা জানান বাণিজ্যমন্ত্রী। তোফায়েল আহমেদ বলেন, ইন্দোনেশিয়া বাংলাদেশের বন্ধুরাষ্ট্র। বিপুল সম্ভাবনা থাকার পরও উচ্চ শুল্ক হারসহ বিভিন্ন জটিলতার কারণে প্রত্যাশিত বাণিজ্য হচ্ছে না।

 গত ২০১৬-২০১৭ অর্থবছরে বাংলাদেশ মাত্র ৪৬ দশমিক ৩৯ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে, একই সময়ে আমদানি করেছে ১১০৭ দশমিক ১ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য। প্রিফারেনশিয়াল ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষর হলে শুল্ক হার কমানোসহ বাণিজ্য জটিলতা দূর করে ইন্দোনেশিয়ায় বাংলাদেশের রপ্তানি বাণিজ্য বৃদ্ধি করা সম্ভব হবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর