বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

রায় নিয়ে বিশৃঙ্খলার বিরুদ্ধে মুক্তিযোদ্ধারা মাঠে থাকবে

------- এ বি তাজুল ইসলাম

মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এমপি বলেছেন, খালেদা জিয়ার মামলার রায় নিয়ে বিশৃঙ্খলা ও অরাজকতার বিরুদ্ধে মুক্তিযোদ্ধারা সন্তানদের নিয়ে রাজপথে থাকবেন। মিরপুর পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে গতকাল মিরপুর দারুস সালামের একটি কমিউনিটি সেন্টারে মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি এ কথা বলেন।

শাহ-আলী থানা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আগা খান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আসলামুল হক এমপি, মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান বীরবিক্রম, এফবিসিআইসির পরিচালক ও শহীদুল্লাহ কায়সারের কন্যা শমী কায়সার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক যুগ্ম মহাসচিব শফিকুল বাহার মজুমদার টিপু, আলহাজ শরীফ উদ্দিন, আনোয়ার হোসেন পাহাড়ি (বীরপ্রতীক), মুক্তিযুদ্ধকালীন মিরপুর, মোহাম্মদপুরের ডেপুটি কমান্ডার আলহাজ মমিনুল হক, সেক্টর কমান্ডার ফোরাম ঢাকা বিভাগের সেক্রেটারি শাহাজাহান দেওয়ান, মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের সাবেক চেয়ারম্যান তৈয়বুর রহমান, ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার আমির হোসেন মোল্লা, ডেপুটি কমান্ডার জিয়াউর রহমান জিয়া, মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের সৈয়দ আজিজুর হক চুন্নু, হানাদার মুক্ত দিবস উদযাপন কমিটির সেক্রেটারি সৈয়দ আব্বাস হোসেব প্রমুখ। অনুষ্ঠানে শহীদ জহির রায়হান, শহীদ শহিদউল্লাহ কায়সার, মুক্তিযোদ্ধা আবদুল মান্নান ও যুদ্ধকালীন কমান্ডার শহীদ জহির উদ্দিন বাবরকে (মরণোত্তর) ও ২০ জনকে সম্মাননা দেওয়া হয়। বিজ্ঞপ্তি।

সর্বশেষ খবর