বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা
চাঁদার ভাগ নিয়ে বিরোধ

রূপগঞ্জে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদার ভাগাভাগি নিয়ে বিরোধে জাকির হোসেন (৩০) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে সহকর্মীরা। গতকাল সকালে ভুলতা তাঁতবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ শাহিন মিয়া নামে জড়িত একজনকে আটক করেছে। শাহিন যুবলীগ কর্মী। তিনি উপজেলার বলাইখা এলাকার চান মিয়ার ছেলে। এ ছাড়া নিহত জাকির হোসেন ভুলতা ইউনিয়নের মর্তুজাবাদ এলাকার আবুল কাশেমের ছেলে। জাকির হোসেন তার স্ত্রী ফারজানা বেগম, ছেলে এখলাছ ও মেয়ে ইলমাকে নিয়ে শিংলাবো এলাকায় পরিবার নিয়ে বসবাস করছিলেন। পুলিশ জানিয়েছে, আটক শাহিন মিয়া জিজ্ঞাসাবাদে বলেছেন, চাঁদার টাকার ভাগবাটোয়ারা নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার ব্যাপারে স্থানীয় সূত্রে জানা গেছে, ভুলতা তাঁতবাজারের সামনের ফুটপাথে শতাধিক ফুটপাথের দোকান রয়েছে। এগুলো থেকে চাঁদা তোলার দায়িত্বে ছিলেন জাকির হোসেন। এ চাঁদার টাকার ভাগ পেতেন যুবলীগ কর্মী শাহিন, আবু তালেব, বলাইয়ার আমির হোসেন, ছাত্রলীগ নেতা ফয়সাল সিকদারসহ কয়েকজন। গত সোমবার সকালেও ফুটপাথের চাঁদার টাকার ভাগাভাগি নিয়ে শাহিন ও জাকিরের মধ্যে বাকবিতণ্ডা হয়।

এ সময় জাকির হোসেনকে দেখে নেওয়ার হুমকি দেন শাহিন। ভুলতা ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল আলম জানান, গতকাল সকাল সোয়া ৭টার দিকে একদল মুখোশধারী দুর্বৃত্ত জাকির হোসেনকে ভুলতা তাঁতবাজারের হাজী বিরিয়ানির দোকানের সামনে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করে। পরে চিকিৎসকরা জাকির হোসেনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সঙ্গে জড়িত রয়েছে— এমন অভিযোগের ভিত্তিতে শাহিন নামে এক যুবককে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশের কাছে হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করেছেন। সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাব্বিত জানান, জাকির হোসেনের গলায়, পিঠে, কাঁধ, হাতের কব্জিসহ শরীরের বিভিন্ন অংশে নয়টি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

সর্বশেষ খবর