বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ফার্স্ট ন্যাশনাল কমপ্লায়েন্স কার্নিভ্যাল হবে বসুন্ধরায়

নিজস্ব প্রতিবেদক

দেশের তৈরি পোশাকসহ বিভিন্ন শিল্প খাতে কর্মরত কমপ্লায়েন্স ও মানবসম্পদ পেশাজীবীদের নিয়ে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ‘ফার্স্ট ন্যাশনাল কমপ্লায়েন্স কার্নিভ্যাল ২০১৮’। ‘লেটস থিঙ্ক বিজনেস ইথিক্যালি’ প্রতিপাদ্য সামনে রেখে আগামী ২০ এপ্রিল রাজধানীর কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এ কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ইনস্টিটিউট অব কমপ্লায়েন্স প্রফেশনালসের মুখপাত্র শায়লা আশরাফ এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ আজ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ।

শিল্পপ্রতিষ্ঠানে উৎপাদিত পণ্যের গুণগত মান ধরে রাখার পাশাপাশি বিশ্বমানের কমপ্লায়েন্স নির্ধারণও জরুরি। এজন্য সংশ্লিষ্টদের দেশে প্রশিক্ষণ বা তথ্যের আদান-প্রদানের যথেষ্ট ব্যবস্থা নেই। সেই ঘাটতি মেটাতে কার্নিভ্যালের আয়োজন করা হয়েছে। এতে অংশ নিতে www.compliancecarnival.rmgtimes.com ওয়েবসাইটে লগইন করে প্রাথমিক রেজিস্ট্রেশন করা যাবে।

সর্বশেষ খবর